আন্তর্জাতিক ডেস্ক :: এখনো যাত্রীবাহী সব ফ্লাইট চালু হয়নি কিন্ত উড়ছে সিংগাপুর এয়ারলাইন্সের ফ্লাইট।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের এয়ারবাস এ৩৫০-৯০০ মডেলে্র একটি উড়োজাহাজ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে সিঙ্গাপুরে একটি পণ্যসম্ভারের ফ্লাইটে ৩০ টন গলদা চিংড়ি, মাছ, ভেড়া এবং মদ নিয়ে এসেছে।
সতেজ পণ্যগুলো প্রথমে সিঙ্গাপুরে আনা হয়েছিলো, এর পরে কম পরিমাণে পণ্যগুলো হংকং, থাইল্যান্ড এবং চীনে পাঠানো হয়।
ক্যাথে প্যাসিফিক, এমিরেটস এবং ইতিহাদ সহ আরও ১৪ টি বিমানসংস্থা অস্ট্রেলিয়ার রফতানি ক্ষাতকে সচল রাখতে আরও ফ্লাইট পরিচালনা করবে।