সময়ের ডাক ডেস্ক : হবিগঞ্জ থেকে ২৯ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে র্যাব-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন পীরের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটক দুজন হলো- চুনারুঘাট উপজেলার ঘুগাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. রাসেদ মিয়া (৩৫) ও নরপতি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এ্যাংরাজ মিয়া (২২)।
র্যাব-৯ জানায়, আটক দুজন দীর্ঘদিন যাবত যুব সমাজের নিকট নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক দুজনকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।