SAMSUNG CAMERA PICTURES

বিশ্বনাথে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সময়ের ডাক :: সিলেটের বিশ্বনাথে তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলা দশঘর ইউনিয়নের কাশিম পুর গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র মাইদুল ইসলাম (৩২)।

বুধবার সন্ধ্যায় তাকে ময়নাগঞ্জবাজার এলাকা থেকে গ্রেফতার করেন থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমা ও এসআই সবুজ কুমার নাইডু’সহ একদল পুলিশ। তার বিরুদ্ধে সিআর মামলা নং-১৩৯২/১৪,৭২০/১৫ ও ১৫৬/১৬। তাকে বৃহস্পতিবার সকালে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।