সময়ের ডাক: সিলেটের জকিগঞ্জ পৌর কাউন্সিলর শাহাবুদ্দিন শাকিলকে পাওয়া গেছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার বাড়িউরা নামক স্থানের একটি কালভার্টের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায় বলে নিশ্চিত করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া।
তিনি জানান, মঙ্গলবার ভোর বেলার দিকে তাকে সরাইলের একটি কালভার্টের নিচে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পান। পরে স্থানীয়রা সরাইল থানায় যোগাযোগ করলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, আমরা ইতিমধ্যে জকিগঞ্জ থানায় যোগাযোগ করে তার ব্যাপারে কথা বলেছি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান আমরা ইতিমধ্যে আমাদের পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে তাকে নিয়ে আসার জন্য।
প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ১০ টায় শাকিল রাতের খাবার খেয়ে বিচারে যাচ্ছেন বলে বাড়ী থেকে বেরিয়ে যান। এ রকম প্রায় দিন রাতে বিচারে যান আবার গভীর রাতে বাড়ী ফিরেন। কিন্তু শুক্রবার রাতে বাড়ী ফিরেননি।
শনিবার সকালে শাকিলের বসতঘরের কক্ষ তালাবন্ধ দেখে পরিবারের সদস্যরা মনে করেন রাতে ঘরে ফেরার পর তিনি হয়তো ভোরে আবারো কোথাও বিচারে গেছেন।
এরপর তার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পান পরিবারের সদস্যরা। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া না যাওয়াও নিখোঁজের ভাই জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।