সময়ের ডাক ডেস্ক : পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির কথা জানানো হয়। আদেশে ছয় জেলায় নতুন পুলিশ সুপার প্রত্যাহার এবং এসব জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ি, ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস, এম তানভীর আরাফাত, পিপিএমকে কুষ্টিয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. হাসানুজ্জামানকে ঝিনাইদহ, এসবির বিশেষ পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঠাকুরগাঁও, হাইওয়ে পুলিশের এসপি মোহা. আহমারউজ্জামানকে খাগড়াছড়ি, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ-উল্ল্যা, বিপিএম-সেবাকে হবিগঞ্জ এবং ডিএমপি’র ডিসি এ,বি,এম মাসুদ হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রত্যাহারকৃত এসপিদের পুলিশের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হয়েছে।