সময়ের ডাক:ছাতকের সুরমা নদীতে নৌ-দুর্ঘটনায় ইজ্জত আলী (৩৮) নামের এক নৌকা শ্রমিক নিহত হয়েছেন । শনিবার (১১আগস্ট) সকালে ছাতক শহরের বৌলা এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে ।
এমভি মদিনার ফুল নামের একটি বাল্বহেড সাথে মুখোমুখি সংঘর্ষ হলে় ঘটনাস্থলেই মারা যান নৌকা শ্রমিক ইজ্জত আলী। তিনি জামালপুরের পাথারিয়া সদর পাড়া গ্রামের হাসর আলীর পুত্র। ইজ্জত আলী ছাতকের মোল্লাপাড়া গ্রামে তার বোনের বাড়িতে থেকে পাথার শ্রমিকের কাজ করতেন।
ছাতক থানা এসআই আরুন কুমার দাস জানিয়েছেন, লাশ উদ্ধার করে ছাতক থানায় নেওয়া হয়েছে