সময়ের ডাক :: সিলেট মহানগর জামায়াতের আমির ও সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরকে আবারও শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার তাকে শোকজ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি নিবাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।তিনি জানান, তিনদিনের মধ্যে শোকজের জবাব দিতে এহসানুল মাহবুব জুবায়েরকে বলা হয়েছে।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নগরীতে শোডাউন করায় জুবায়েরকে এই শোকজ করা হয়েছে।প্রসঙ্গত, এর আগেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছিল ইসি।