সময়ের ডাক:বদর উদ্দিন আহমদ কামরান সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির ৯টি জোনের সমন্বয়কদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবারের (০৬ জুলাই) এ সভায় সমন্বয়কদের প্রত্যেককে তিনটি করে ওয়ার্ড সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া দপ্তর উপ পরিষদ, প্রচার উপ পরিষদ ও আইন বিষয়ক উপ পরিষদ গঠন করা হয়।নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফয়জুর আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. নাসির উদ্দিন খাঁন, হুমায়ুন ইসলাম কামাল, এড. শাহ মশাহিদ আলী, মো. আলী দুলাল, এ টি এম হাসান জেবুল, মো. সায়ফুল আলম রুহেল প্রমুখ।