বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। অন্যদিকে নতুন প্রজন্মের আরেক সঙ্গীত পরিচালক ও গায়ক বেলাল খান। এ দুই খানই এবার জুটি হলেন।
প্রথমবারের মতো তাহসান গাইলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও গায়ক বেলাল খানের সুরে।
‘একলা থাকার প্রহরগুলোয়/দুকলা থাকি/অনুভবের রং তুলিতে/তোমায় আঁকি’- এমন কথার গানটি লিখেছেন নীহার আহমেদ।
সাজিদ সরকারের সংগীতে ১৩ মে রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয় মোহাম্মদপুরের একটি স্টুডিওতে।
সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিতব্য গানটি সম্পর্কে তাহসান বলেন-‘সুন্দর ও মিষ্টি কথার সুরেলা একটি গান করেছি আমরা।
নীহার আহমেদ দারুণ লিখেছেন, বেলাল খানের সুরটা হৃদয় ছোঁয়া। সাজিদ সরকারের সংগীতায়োজন প্রশংসনীয়।
আমি ভালো গাওয়ার চেষ্টা করেছি। শিগগির গানটির সুন্দর একটি মিউজিক ভিডিওর কাজ শুরু হবে’।
বেলাল খান বলেন, ‘তাহসান ভাই এর জন্য প্রথম বারের মতো সুর করলাম,চেষ্টা করেছি আমি আমার সেরাটা দেওয়ার।
তাহসান ভাই গেয়েছেন চমৎকার। নীহার আহমেদের লিরিকে বরাবরের মতো এবারও ভিন্নতা ছিলো। আশা নয়; বিশ্বাস করি-ভালো কিছু একটা হতে যাচ্ছে।